Saturday, September 24, 2016
Monday, September 19, 2016
Thursday, September 15, 2016
Wednesday, September 14, 2016
Banglar Mati, Banglar Jal by Sri Rabindranath Tagore
Banglar Mati, Banglar Jal by Sri Rabindranath Tagore
Monday, September 12, 2016
Friday, September 9, 2016
বাংলার মাটী বাংলার জল
বাংলা
পশ্চিম বঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করেছেন বাংলার বিধান সভা । এক ঐতিহাসিক ভুমিকা পালন করলেন রাজ্যের জনগন মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিহাস কে অস্বীকার না করে ভূগোল কে স্বীকার করে এই নাম পরিবর্তন জরুরী ছিল । বাঙালি হিসাবে নিজস্ব সত্ত্বা নিয়ে গ্লোবাল দুনিয়াতে আমাদের দাড়াতে বিশ্বে বাংলা কে নিজের জায়গা নিতে হবে ।
বাংলার মাটি বাংলার জল বাংলার মাটি বাংলার জল
বাংলার জন নেত্রি
মমতা বন্দ্যোপাধ্যায়
Sunday, September 4, 2016
Saturday, September 3, 2016
Thursday, September 1, 2016
বাংলা সিঙ্গুর কৃষক আন্দোলন
বাংলা : mamata banerjee-mamata banerjee news-mamata
পশ্চিম বঙ্গে ৩৪ বছরের টানা কমিউনিস্ট শাসনের অবসান হবে কিনা ? এই ভাবনা চিন্তাতে বিভোর ছিল মানুষ । সাম্রাজ্যবাদ , পুজিবাদ , সামন্ত বাদের বিরদ্ধে লড়াই জন্য একদিন এই দল গঠিত হয়েছিল সেই দল কিভাবে পুজিবাদের প্রহরী পরিণত হয়েছিল । তার কার্যক্রম প্রমান করে ।
এরা পুজিবাদের শোষণ বজায় রেখে রাজ্যে মানুষের অধিকার কেড়ে নিয়ে নীরব সন্ত্রাস সরকারী কাজে দলীয় করন করে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি করেছিল । মানুষের অধিকার কেড়ে তাকে পদদলিত করতে চাইছিল । এর বিরুদ্ধে মুখ খুলে ছিলেন সুভাষ মুখোপাধ্যায় , অম্লান দত্ত ,মহাশ্বেতা দেবী রা । গণ হত্যা ,খুন , বন্দুক দিয়ে রাজ্যের মত নিজের দর্শন চালু করেছিল । সি পি এম এর বিরুদ্ধে মানুষের ঘৃণা দিনের পর দিন ঘনীভূত হচ্ছে । শাসকের তীব্র রোষে রাজ্যের মানুষ জ্বলছে আর চাইছে পরিত্রাণ ।
২০০৬ নির্বাচনের পর সি পি এম বুদ্ধদেব ভট্টাচার্য শপথ নেবার দিন টাটা কে সিঙ্গুরের উর্বর জমি তুলে দিলেন । সিঙ্গুরের কৃষকের জমি বীর দর্পে টাটা দের হাতে তুলে দিয়ে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য ।
সিঙ্গুরের অবাল বৃদ্ধ সবাই মিলে স্থানীয় ভাবে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে কৃষি জমি রক্ষা কমিটি । সি পি এম আন্দোলন কারিদের উপর নামিয়ে আনল চরম নির্যাতন ।
প্রতিবাদে রাস্তায় নামল মানুষ ।
মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা তে তুলে ধরি সেই ২৫ শে সেপ্টেম্বর এর বিভীষিকা । বি ডি ও নারকীয় আক্রমণ পুলিশের । তাপসী মালিক কে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হল ।
বিচারের বানী
" কৃষি জমি না পতিত জমি , উন্নয়ন না রক্ত স্নান , কোনটা সঠিক উন্নয়নের ক্ষেত্রে যুক্ত । সময় এসেছে তা ভেবে দেখার । কেন এখনও গ্রাম বাংলার মানুষ শোষিত বঞ্ছিত । কেন এ অনাহারের মৃত্যু মিছিল । গন তন্ত্র বিচার চেয়ে কাঁদে তখন গন তান্ত্রিক আন্দোলনের সব চেয়ে শান্তি পূর্ণ পথ অনশন আন্দোলন । "
মমতা সিঙ্গুর আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পরলেন , তার উপর দৈহিক মানসিক অত্যাচার হল ।
তাই তিনি আমরণ অনশনে নামলেন । সিগুরের লড়াই বাংলা শিখল সি পি এম অজেয় নয় আর আমরা বাংলার মানুষ পেলাম রাজ্যে পরিবর্তনের কমিউনিস্ট শাসনের অবসান ।
বাংলা মহা পরিবর্তনের মহা নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় ।
পশ্চিম বঙ্গে ৩৪ বছরের টানা কমিউনিস্ট শাসনের অবসান হবে কিনা ? এই ভাবনা চিন্তাতে বিভোর ছিল মানুষ । সাম্রাজ্যবাদ , পুজিবাদ , সামন্ত বাদের বিরদ্ধে লড়াই জন্য একদিন এই দল গঠিত হয়েছিল সেই দল কিভাবে পুজিবাদের প্রহরী পরিণত হয়েছিল । তার কার্যক্রম প্রমান করে ।
এরা পুজিবাদের শোষণ বজায় রেখে রাজ্যে মানুষের অধিকার কেড়ে নিয়ে নীরব সন্ত্রাস সরকারী কাজে দলীয় করন করে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি করেছিল । মানুষের অধিকার কেড়ে তাকে পদদলিত করতে চাইছিল । এর বিরুদ্ধে মুখ খুলে ছিলেন সুভাষ মুখোপাধ্যায় , অম্লান দত্ত ,মহাশ্বেতা দেবী রা । গণ হত্যা ,খুন , বন্দুক দিয়ে রাজ্যের মত নিজের দর্শন চালু করেছিল । সি পি এম এর বিরুদ্ধে মানুষের ঘৃণা দিনের পর দিন ঘনীভূত হচ্ছে । শাসকের তীব্র রোষে রাজ্যের মানুষ জ্বলছে আর চাইছে পরিত্রাণ ।
২০০৬ নির্বাচনের পর সি পি এম বুদ্ধদেব ভট্টাচার্য শপথ নেবার দিন টাটা কে সিঙ্গুরের উর্বর জমি তুলে দিলেন । সিঙ্গুরের কৃষকের জমি বীর দর্পে টাটা দের হাতে তুলে দিয়ে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য ।
সিঙ্গুরের অবাল বৃদ্ধ সবাই মিলে স্থানীয় ভাবে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে কৃষি জমি রক্ষা কমিটি । সি পি এম আন্দোলন কারিদের উপর নামিয়ে আনল চরম নির্যাতন ।
প্রতিবাদে রাস্তায় নামল মানুষ ।
মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা তে তুলে ধরি সেই ২৫ শে সেপ্টেম্বর এর বিভীষিকা । বি ডি ও নারকীয় আক্রমণ পুলিশের । তাপসী মালিক কে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হল ।
বিচারের বানী
" কৃষি জমি না পতিত জমি , উন্নয়ন না রক্ত স্নান , কোনটা সঠিক উন্নয়নের ক্ষেত্রে যুক্ত । সময় এসেছে তা ভেবে দেখার । কেন এখনও গ্রাম বাংলার মানুষ শোষিত বঞ্ছিত । কেন এ অনাহারের মৃত্যু মিছিল । গন তন্ত্র বিচার চেয়ে কাঁদে তখন গন তান্ত্রিক আন্দোলনের সব চেয়ে শান্তি পূর্ণ পথ অনশন আন্দোলন । "
মমতা সিঙ্গুর আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পরলেন , তার উপর দৈহিক মানসিক অত্যাচার হল ।
তাই তিনি আমরণ অনশনে নামলেন । সিগুরের লড়াই বাংলা শিখল সি পি এম অজেয় নয় আর আমরা বাংলার মানুষ পেলাম রাজ্যে পরিবর্তনের কমিউনিস্ট শাসনের অবসান ।
বাংলা মহা পরিবর্তনের মহা নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় ।
সিঙ্গুর বিচার পেল ।
এই মহান আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Subscribe to:
Posts (Atom)